সিইসিতে ব্রোকারের তালিকায় শীর্ষ ৩০কোম্পানি

vse-and-lanka-bangla-PBA

পিবিএ,ঢাকা: প্রাতিষ্ঠানিক ব্রোকারহাউজ তথা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ও বীমা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলো বিদায়ী ২০১৮ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে নেতৃত্ব দিয়েছে। শীর্ষ ২০ ব্রোকারহাউজের মধ্যে ব্যক্তি মালিকানার ব্রোকারহাউজ ছিল ১২টি। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো সিএসইতেও লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। শীর্ষ দশে আরও ছিল-ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, কবির সিকিউরিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, মিনহার সিকিউরিটিজ লিমিটেড এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।

বাকি ব্রোকারহাউজগুলো হচ্ছে- সিটি ব্রোকারেজ লিমিটেড, প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, প্রাইম ইসলামি সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড, মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, চিটাগং ক্যাপিটাল লিমিটেড, এসআর ক্যাপিটাল লিমিটেড, সালতা ক্যাপিটাল লিমিটেড, অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, রেমন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রিলায়েন্স সিকিউরিটিজ কনসালটেন্টস লিমিটেড, রয়েল ক্যাপিটাল লিমিটেড, ওয়েস্টার্ন সিকিউরিটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড এবং হিলসিটি সিকিউরিটিজ লিমিটেড।

পিবিএ/এফএস

আরও পড়ুন...