পিবিএ,ঢাকা: দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে ভারতীয় চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনী দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
রবিবার (২০ জানুয়ারী ) এক বিবৃতিতে এধরণের চক্রান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারত বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সেই ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে এবার ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ করে ২ কোটি ২০ লাখ শিশু মেরে ফেলার চক্রান্ত করে। একটি দেশকে একটি কোম্পানী মামলা করে কিভাবে ঔষধ কিনতে বাধ্য করে তা দেশবাসির বোধগম্য নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজটা কী ? ভিাটামিন এ ক্যাপসুল খাওয়ানোর একদিন আগে কেন তা ধরা পড়লো। কোমলমতি শিশুদেরকে যারা মেরে ফেলার চক্রান্ত করে তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের এ চক্রান্তকারী ঔষধ কোম্পানীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে এদেশে যারা ঘটনার সাথে জড়িত তাদের ব্যাপারেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। এখানে ২ কোটি ২০ লাখ মানুষের প্রাণ রয়েছে। প্রয়োজনে এ চক্রান্তের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
পিবিএ/ইএইচকে