বিয়ে করার আগেই তিন মাসের কোর্স করতে হবে!

বিয়ে করার জন্য ঋণ দিচ্ছে যেসব ব্যাংক

পিবিএ ডেস্ক: পারিবারিক ভাবে কিংবা নিজেদের পছন্দমত -যাই হোক না কেন বিয়ে করতে চাইলে সম্পন্ন করতে হবে তিন মাসের বিবাহ পূর্ব কোর্স। তারপরই কোনো জুটি বিয়ে করার অনুমতি পাবেন। সম্প্রতি এমনই এক আইন চালুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

বিয়ে করতে আগ্রহী জুটিদের ২০২০ সাল থেকে সরকারিভাবে বাধ্যতামূলকভাবে কোর্সটি সম্পন্ন করে প্রশংসাপত্র গ্রহণ করতে হবে। তবে এই কোর্সের জন্য কোনো দম্পতিতে ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনা খরচেই কোর্সটি করানো হবে। এতে প্রজনন স্বাস্থ্য, বিবাহ পরবর্তী রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং শিশু যত্নের টিপস দেওয়া হবে।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি এ নিয়মের ঘোষণা দেন।

কেউ যদি এ পরীক্ষায় অকৃতকার্য হয় তখন কি হবে জানতে চাইলে এফেন্দি জানান, যারাই এ কোর্সে অকৃতকার্য হবেন তারা বিয়ের অনুমতি পাবেন না।

এফেন্দি আরও জানান, নতুন এ কোর্সটি ওই দেশের ধর্ম বিষয়ক কার্যালয়ে বিদ্যমান বিবাহ পূর্ব কাউন্সেলিংয়ের চেয়ে আলাদা, কারণ এটি আরও বিস্তৃত।

অনেকেই অবশ্য এ আইনের কারণে বিয়ে করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন। সূত্র : টাইমস নাউ, জাকার্তা পোস্ট

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...