পিবিএ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম। রোববার রাতে তাকে আটক করা হয়। ওই যাত্রীর নাম মো. মাহবুবুর রহমান বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্তব্যরত গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। রোববার রাতে হেভি লাগেজ গেট নম্বর-৪ এলাকায় নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত ১১টার দিকে মালিন্দো এয়ারলাইন্সের (কুয়ালালামপুরগামী ফ্লাইট নম্বর-ওডি১৬১) যাত্রী মো. মাহবুবর রহমান গেট দিয়ে প্রবেশের সময় গোয়েন্দা টিম তাকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তার ট্রলি থেকে ৭৪ হাজার ৪০০ ইউএস ডলার (৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকা) জব্দ করা হয়।
বৈদেশিক মুদ্রা বহনকারী যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা মহাপরিচালক।
পিবিএ/এমআর