সৌদি থেকে দেশে ফিরলেন আরও ৮০ নির্যাতিত নারী

soudi-woman

পিবিএ,ঢাকা: নির্যাতনের শিকার আরও ৮০ নারী সৌদি আরব থেকে দেশে ফিরলেন। রোববার রাতে এয়ার এ্যারাবিয়ার এ৯-৫১৫ নম্বর ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

জানা গেছে, তারা সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্পে ছিলেন। নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ওই ক্যাম্পে।

ওই সব নারীদের পারিবারিক সূত্রে জানা যায়, তারা বিভিন্ন সময় কর্মসংস্থানের খোঁজে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু অমানুষিক নির্যাতনের মুখে তাদের এখন দেশে ফিরতে হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন ।

এর আগে ৮-১৩ জানুয়ারি সৌদি আরব থেকে ৩২৪ নারী দেশে ফিরেছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনা হয়। নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে তারা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে ছিলেন। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...