মোঃ জাকির হোসেন, পিবিএ, সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের নামে সদস্য সংগ্রহের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নেত্রী গ্রেফতার হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকায় সদস্য হতে এলাকাবাসীর মাধম্যে সৈয়দপুর থানা পুলিশ তাকে আটক করেছে। আটক নারী নেত্রীর নাম খোদেজা বেগম। তিনি শহরের মুন্সিপাড়া ঢাকাইয়া পট্টি এলাকার বিল্লাল হোসেনে স্ত্রী।
জানা যায়, খোদেজা বেগম মুন্সিপাড়া ঢাকাইয়া পট্টিতে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। বাসার পাশেই একটি দোকানে ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ নামে সংগঠদের সাইনবোর্ড লাগিয়ে অফিস করেছেন। এই সংগঠনের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে ২ হাজার ২ শ’ টাকা থেকে শুরু করে ২ হাজার ৮ শ’ টাকা পর্যন্ত সদস্য চাঁদা নেয়া হচ্ছে। সদস্যদের বলা হচ্ছে সংগঠনের মাধ্যমে সরকারীভাবে মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হবে, এককালীন ১ লাখ টাকা সহ বাড়ি করে দেওয়া হবে এবং সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা বরাদ্দ থাকবে সদস্য ও তাদের সন্তানদের জন্য।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শহরের হাতিখানা এলাকায় সদস্য সংগ্রহ করতে যায় এবং কয়েকজনের কাছ থেকে চাঁদাও আদায় করে। চাঁদা আদায়ের সময় স্থানীয় লোকজনের কাছে সংগঠনের সঠিক পরিচিতি বা কার্যক্রম পরিচালনার অনুমতি বিষয়ে কোন কাগজপত্র দেখাতে না পারায় তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেক রকম কথা বলায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে সদস্য সংগ্রহ ফরম, চাঁদা আদায়ের রশিদ ও নগদ ৩ হাজার ৯ শ’ ৩৯ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসনাত খান জানান, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে। আটকের পর তিনি তার সংগঠন সম্পর্কে সঠিক কোন তথ্য দিতে পারেনি। তাছাড়া তার সংগঠনটি নিবন্ধিত বা অনুমতিপ্রাপ্ত কোন সংগঠন নয়। বরং তিনি সংগঠনের নামে সদস্য সংগ্রহের অযুহাতে অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করছেন। একারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/জাকির/জেডআই