পেঁয়াজ আমদানিতে ভারত নির্ভরতা বড় ভুল : বাণিজ্যমন্ত্রী

 

tipu
ফাইল ফটো

পিবিএ, ঢাকা : দেশে পেঁয়াজের দামের অস্বাভাবিক পরিস্থিতির জন্য আমদানিতে ভারত নির্ভরতা বড় ভুল ছিল। এমন দাবি করেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। চাহিদা ও যোগান সমান না হওয়া পর্যন্ত দাম বেঁধে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

নিত্যপণ্যের সরবরাহ ও চলমান বাজার পরিস্থিতি নিয়ে রোববার জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ৬ষ্ঠ সভা হয়।

স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহের মধ্যে আমদানিকারক ও সরকারের সব পক্ষের উপস্থিতিতে পেঁয়াজসহ নিত্যপণ্যের চাহিদা ও ঘাটতি নির্ধারণ করে টিসিবির মাধ্যমে আমদানি করা হবে।

সভা শেষে সংবাদ সম্মেলন করেন কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বলেন, প্রকৃত চাহিদা নির্ধারণ করার ভুলেই পেঁয়াজের অস্বাভিক মূল্যবৃদ্ধির কারণ।

তবে বর্তমান পরিস্থিতির জন্য তথ্য ঘাটতিকে দায়ী করছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দাম সহনশীল করতে এক সপ্তাহের মধ্যেই সব পক্ষের সাথে বৈঠকের কথা জানিয়েছেন তিনি।

পেঁয়াজ আমদানিতে ভারত নির্ভরশীলতাকে দায়ী করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম আপাতত নিয়ন্ত্রণে আসবে না। কারণ প্রতিদিনে চাহিদা ও যোগানে রয়েছে বিস্তর ফারাক।

এদিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস আয়োজিত এক অনুষ্ঠানে, পেঁয়াজের চাহিদা ও যোগানের সঠিক তথ্যের ঘাটতিকেই দায়ী করেন বক্তারা।

ভারতের সাথে বাণিজ্যিক যোগাযোগ আরো নিবিড় করারও পরামর্শ দেন তারা।

পিবিএ,জেডআই

আরও পড়ুন...