পিবিএ, ঢাকা : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমান।
সোমবার (০২ ডিসেম্বর) ঢাকার সিনিয়র সহকারী জজের ৪র্থ আদালতে এ ভায়োলেশন মিস কেইস (১৮/২০১৯) দায়ের করেছেন আমান উল্লাহ। মামলার পরিপ্রেক্ষিতে বিবাদীদের আদালতের হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।
মামলায় মির্জা ফখরুল ইসলাম আলগমীর, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ছাত্রদলের নির্বাচন প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের মামলা দায়েরে করেছিলেন আমান উল্লাহ। তার মামলার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আদেশ দেন আদালত।
পিবিএ/জেডআই