পিবিএ,স্পেন: স্পেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় ছাত্রলীগকে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধা দিয়েছে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবর । তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ স্পেন শাখা।
জানা যায়, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে স্পেন সফরে গিয়েছিলেন ১ ডিসেম্বর। স্পেনের সময় বিকেল ৫:৪০ এ প্রধানমন্ত্রী পৌছালে তাঁর হোটেলের সামনে শত শত আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মী একত্রিত হয়। যেখানে বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার নেতাকর্মীরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত ছিলো। কিন্তু সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবর স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি,সাধারণ সম্পাদকসহ কোন নেতা কর্মীকে প্রধানমন্ত্রীর হোটেলে প্রবেশ করতে দেয়নি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রীর কাছে স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান অভিযোগ করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, দূতাবাস প্রধান হারুন আল রশীদ সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল এবং সাধারণ সম্পাদক মুজিব কে দোষারোপ করেন। বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।
পিবিএ/এমএসএম