কি হতো বলে গেলে ‘আমি একা বসে আছি আজও’

পিবিএ ডেস্ক: সংগীত ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি।

জানা গেছে, নিজের শততম নাটক ‘মেমোরিস—কল্পতরুর গল্প’-তে ব্যবহৃত একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান। ‘কী হতো বলে গেলে’ শিরোনামের গানটির ভিডিওতে তাহসানের সঙ্গে দেখা যায় অভিনেত্রী শায়লাকে। গানটি অবশ্য নাটকের আগেই মুক্তি দেয়া হয়। গত ২৯ নভেম্বর ইউটিউবে মুক্তি পায় গানটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাহসান অভিনীত শততম নাটক ‘মেমোরিস—কল্পতরুর গল্প’। গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি এরই মধ্যে ৯ লাখের মতো দেখা হয়েছে। মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন শায়লা সাবি।

‘চলো না একই পথে, মিলেমিশে হারাই, একই আকাশে ভেসে বেড়াই’ গানের শুরুটা এ রকমই। গানের কথায় আরো রয়েছে, ‘আমি একা বসে আজও তোমারই আশায়, তবে কেন শূন্য খেয়ালে আটকে আছ নীরব দেয়ালে?’ এমন প্রশ্ন ছুড়ে দেয়া গানটি হাহাকার ছড়িয়েছে শ্রোতামনে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...