বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। সোমবার দুপুর সোয়া ২টার দিকে মিরওয়ারিশপুর রাশেদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জেলার সোনাপুরের উদ্দেশে হিমাচল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮০০০) ঢাকা থেকে ছেড়ে আসে। পথে চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর রাশেদিয়া মাদ্রাসার সামনে এলে চৌরাস্তা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি (নোয়াখালী-থ ১১৯০৮৮)-কে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে চালকসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নূর নাহার আক্তার লাভলীসহ দুই নারী ও দুই পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। লাভলীর মেয়ে ও দেবর নাজিম উদ্দিন আহত হয়েছেন, আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, ঢাকা থেকে মাইজদীগামী হিমাচল পরিবহনের বাসটি বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ীগামী একটি সিএনজিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
পিবিএ/আইবি

আরও পড়ুন...