পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-৬ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদার পারকেষ্টপুর মদনা থেকে ২২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় এই ফেন্সিডিল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান আজ বিকালে প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেদ্রনাথ দত্ত সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদার পারকেষ্টপুর মদনা গ্রামের মমিন আলীর সেগুন বাগান নামক স্থান থেকে ২২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য নব্বই হাজার টাকা বলে বিজিবি জানান।
পিবিএ /ইএইচকে