পিবিএ ডেস্ক: ২০১৯ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার গ্রহণ করলেন কলকাতায় জন্ম নেয়া মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গী এস্থার ডাফলো। গতকাল মঙ্গলবার সুইডেনের স্টকহোম কনসার্ট হলে পুরস্কার গ্রহণ করতে যখন তারা মঞ্চে ওঠেন তখন নোবেলজয়ী এই জুটিকে দেখা যায় বাঙালি পোশাকে।
ক্রিম রঙের পাঞ্জাবি, সোনালি পাড়ের সাদা ধুতি আর গলাবন্ধ কালো জ্যাকেট ছিল অভিজিতের গায়ে। অপরদিকে নীল শাড়ি, লাল ব্লাউজ আর টিপে বাঙালি সাজে মঞ্চে ওঠেন ফরাসি বংশোদ্ভূত মার্কিনি এস্থার ডাফ্লো। তবে প্রথাগত সংস্কৃতির পোশাকেই দেখা গেছে অর্থনীতিতে এবারের আরেক নোবেলজয়ী মাইকেল ক্রেমারকে।
নোবেল পুরস্কার গ্রহণের ক্ষেত্রে পোশাক-সংক্রান্ত নির্দিষ্ট বিধি রয়েছে। সাদা শার্ট আর কালো স্যুট পরেই মেডেল গ্রহণ করতে হয় নোবেলজয়ীদের। তবে মাদার তেরেসার পর সেই রীতি ভাঙলেন নোবেলজয়ী এ্ই জুটি। অবশ্য আগেই নোবেল কমিটির কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছিলেন তারা।
বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুইডিশ নোবেল কমিটি অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করে। তালিকার প্রথমেই নাম ঘোষণা করা হয় অভিজিতের। তার হাতে নোবেল পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা। করতালিতে ভরে ওঠে রয়্যাল সুইডিশ একাডেমি হল।
অভিজিতের পর পরবর্তী নাম ঘোষণা হতেই হাসি মুখে মঞ্চের দিকে এগিয়ে যান নীল শাড়ি পরিহিতা এমআইটির অধ্যাপক এস্থার ডাফলো। তার হাতেও নোবেল পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা। সবশেষে পুরস্কার গ্রহণ করেন আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।
নোবেল পুরস্কার কমিটি এক টুইট বার্তায় এবারের পুরস্কারজয়ী এই তিন অর্থনীতিবিদের ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছে। নোবেল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘এবারের নোবেলজয়ীদের দ্বারা পরিচালিত গবেষণা বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দক্ষতার যথেষ্ট উন্নতি করেছে।‘
১৯০১ সাল থেকে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার প্রদান করেন সুইডেনের রাজা। অর্থনীতিতে এবারের নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক। অপরদিকে মাইকেল ক্রেমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক।
অক্টোবর মাসে নোবেল সম্মানের ঘোষণার পরই, ভারতীয় অর্থনীতির অবস্থা এবং সরকারের নীতি নিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাকে নানাভাবে ব্যাখ্যা করেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মতো অনেক বিজেপি নেতাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ‘বামপন্থী’ অর্থনীতিবিদ হিসেবে অভিহিত করেছিলেন।
কলকাতায় জন্ম নেয়া অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষ করে ১৯৮৩ সালে দিল্লিতে অবস্থিত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।। ১৯৮৮ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে পড়াশোনা শেষে এমআইটির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।
পিবিএ/এমএসএম