গোপালগঞ্জে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত-৩৫

22-01-19-Gopalganj_Road Accident-1

পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দূঘর্টনা ঘটে।

দূর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়রে দুই পাশে আটকা পরে শতাধিক যানবাহন। এসময় দুই ঘন্টা যান চলাচল বন্ধ খাকে। মারাত্মক আহত বুলবুল (৫০), মিরাজ (৫০), জাকির (৩০), আলিম খান (৪০), রতনা বেগম (৩২), আ: আজিজ (৩৫), রঝ্হন মজুমদার (৩২), লাভলী খানম (২৫) ও স্বপন (২৫) সহ ১০জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল সেমাবার দূর্ঘটনা কবলিত একটি ট্রাক সদর উপজেলার গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাখা ছিল।

22-01-19-Gopalganj_Road Accident-2

সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেক্সের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছন দিক থেকে ধাক্কা মারে। এসময় বাসটির সামনের অংশ ও ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ওই বাসে থাকা অন্তত ৩৫ জন মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত ১০জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পরে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে প্রায় দুই ঘন্টা পর মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

পিবিএ/বিএস/এফএস

আরও পড়ুন...