কৃষকদের সঙ্গে নিয়ে মোদীকে চাপে রাখবেন রাহুল

পিবিএ ডেস্ক : কৃষকদের মন জয় করতে একগুচ্ছ ঘোষণা দিতে উদ্যোগী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কৃষকদের সঙ্গে নিয়েই মোদীকে চাপে রাখতে সক্রিয় হয়েছেন রাহুল গান্ধী। তার সঙ্গে কৃষক বিক্ষোভে যোগ দেবেন আন্না হাজারেও। রাফায়েল বিমান কেলেংকারি নিয়ে নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন আন্না।

আগামী ৩ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দানে কৃষকদের নিয়ে সভা করবেন রাহুল। থাকবেন তেজস্বী যাদব, উপেন্দ্র কুশওয়াহারাও। বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা কৃষক নেতা নানা পাটোলে আজ মঙ্গলবার জানান, চম্পারণে কৃষক ডান্ডি মার্চ হবে। ৩০ জানুয়ারি দিল্লির রাজঘাটে ১৫ হাজার চাষীকে নিয়ে সভা হবে। দাবি করা হবে, প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পের টাকা চাষীদের পকেট থেকে নেন ।

দিল্লিতে আজই অন্য একটি মঞ্চে আসেন আন্না। মধ্যপ্রদেশের মন্দসৌরে কৃষক আন্দোলনের পুরোধা শিবকুমার শর্মাও ছিলেন। তারাও ৩০ জানুয়ারি থেকে দেশজুড়ে কৃষক আন্দোলন শুরু করতে চলেছেন। মহারাষ্ট্রে নিজের গ্রামে সেই আন্দোলনে যোগ দেবেন আন্নাও। আজ তিনি জানান, রাফায়েল নিয়ে অভিযোগও তিনি খতিয়ে দেখছেন। অনিল আম্বানীকে সুবিধে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। লোকপাল থাকলে রাফায়েলের মতো ঘটনা হত না।

পিবিএ/জিজি

আরও পড়ুন...