পিবিএ,ঢাকা: ঢাকা মেডিকেলের সামনে ৩টি ঔষধ ফার্মেসিতে অঅনুমদিত ঔষধ ও ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা ও একজনকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি ঢাকা মেডিকেলের জরুরী বিভাগ সংলগ্ন রাস্তার পাশের “ডে নাইট ফার্মেসি”তে ঔষধ প্রশাসনের অঅনুমদিত ঔষধ পাওয়ার দায়ে এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আর ঢাকা মেডিকেল নতুন ভবনের পাশের “মাহিম মেডিসিন কর্ণারে” অঅনুমদিত বিদেশী ঔষধ পাওয়ার দায়ে এর ম্যানেজার মোঃ শাহীনকে ৫ দিনের কারাদন্ড ও এরপাশের “টি এম মেডিসিন কর্ণারের” ট্রেড ও ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।
পিবিএ/এইচএ/এফএস