পিবিএ ডেস্ক: গঙ্গার ঘাটে উঠার সময় হোঁচট খেয়ে উল্টে পড়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় নিরাপত্তা কর্মকর্তারা তাকে ধরে তুলে নিয়ে নিরাপদ স্থানে যান।
শনিবার কানপুরে গঙ্গা প্রকল্প পর্যালোচনা করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নরেন্দ্র মোদি শনিবার ভারতের কানপুরে আসেন। তিনি গঙ্গা নদী সুরক্ষা ও ব্যবস্থাপনা কমিটি জাতীয় গঙ্গা কাউন্সিল এর প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন। গঙ্গায় করা কাজের অগ্রগতি পর্যালোচনা এবং গঙ্গা পরিষ্কারের দিকগুলি নিয়ে কথা বলার কথা রয়েছে তার।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্র শেখর আজাদ কৃষি বিশ্ববিদ্যালয়ে সভায় যোগ দেওয়ার জন্য চকেরি বিমানবন্দরে আসলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাকে স্বাগত জানায়।
শুক্রবার এক জ্যেষ্ঠ জেলা কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরাখণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন কেন্দ্রীয় বিভাগের সচিবদের সাথে গঙ্গা কাউন্সিলের বৈঠক করবেন।
এই কর্মকর্তা বলেন, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের দুটি গঙ্গা রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে অংশ নাও নিতে পারেন।
এই বৈঠক শেষে প্রধানমন্ত্রী অটল ঘাট পরিদর্শন করবেন, সেখানে তিনি স্টিমারে নদী পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন তিনি।
পিবিএ/এমএসএম