হিন্দি গানের সঙ্গে নুসরাতের নাচ মুহূর্তে ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: নিখিলকে কি খুব মনে পড়ছে নুসরাতের? তাই কি জনপ্রিয় হিন্দি গান ‘ ইয়াদ পিয়া কি আনে লাগে’র সঙ্গে জমিয়ে নাচলেন অভিনেত্রী? সম্প্রতি নুসরাতের একটি ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর একটি নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কালো জিন্স এবং কালো রঙের ক্রপ টপের সঙ্গে জমিয়ে নাচছেন অভিনেত্রী। নো-মেক আপ লুকে অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান এক্কেবারে ‘পিকচার পারফেক্ট’।

https://www.instagram.com/p/B4y5kViBOOO/

দেখে বোঝার উপায় নেই কিছু দিন আগেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। নুসরাত ফ্যানেরা নায়িকার সেই নাচের ভিডিও দেখে প্রশংসায় ফেটে পড়েছেন। কেউ লিখেছেন, “আগুন জ্বালিয়ে দিয়েছ।” আবার কেউ কমেন্ট করেছেন, “এই ভাবে বুকে ঝড় তোলার অধিকার তোমার নেই নুসরাত!

https://www.instagram.com/p/B5_KnFAhDm7/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

নাচতে বেশ ভালই বাসেন অভিনেত্রী। মাঝে মধ্যেই টিকটকে শেয়ার করেন নাচের ভিডিও। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে নায়িকার ‘বিএফএফ’ মিমি চক্রবর্তীও এই তালিকায় রয়েছেন। দুই বন্ধুর টিকটক ভিডিওই লাইক কমেন্টের ভরে যায়, ফ্যানেরা ফেটে পড়েন তারিফে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...