দিনাজপুরে যাত্রীদের সাথে প্রতারণার দায়ে স্টেশন মাষ্টারসহ বরখাস্ত ৪

 

দিনাজপুর রেলওয়ে স্টেশন।

পিবিএ, দিনাজপুর : টিকেট বিক্রি নিয়ে যাত্রীদের সাথে প্রতারণা এবং অনিয়মসহ যাত্রীদের সাথে প্রতারনার অভিযোগে দিনাজপুর রেলওয়ে স্টেশন মাষ্টারসহ ৪ (চার) জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার এক আদেশ বলে দিনাজপুরের রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার শংকর কুমার গা্গংুলী, ভারপ্রাপ্ত বুকিং সহকারী আব্দুল আল মামুন, বুকিং সহকারী রেজওয়ান সিদ্দিক এবং আব্দুল কুদ্দুসকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে বিভাগ।

এদের মধ্যে যাত্রীদের সাথে প্রতারনার ঘটনায় ৩ জনকে এবং রেলওয়ের আর্থিক ক্ষতির ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অপরাধে বুকিং সহকারী আব্দুল কুদ্দুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও টিকেট বিক্রির নির্ধারিত পরিমানের চেয়ে কাউন্টারে অতিরিক্ত টাকা পাওয়া তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার প্রমান পেয়েছে রেলওয়ে বিভাগের তদন্ত দর।

রেলওয়ে কর্মকর্তারা জানান, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপির নির্দেশে বিভিন্ন স্টেশনের সম্প্রতি গোপনে তদন্ত চালান রেলওয়ের একটি তদন্ত দল। টিকেট বিক্রির ক্ষেত্রে অনিয়মের প্রমান পান পেয়ে প্রতিবেদন দাখিল করেন তারা।

সূত্রটি জানায়, গত ৩ তারিখ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনের কোন আসন খালি নাই মর্মে বিজ্ঞপ্তি লাগানো ছিল স্টেশনের টিকেট কাউন্টারে। অথচ ওই সময়ে ওই ৩টি ট্রেনে ২ হাজার ৯০৮টি টিকেট বরাদ্দের বিপরীতে বিক্রি হয়েছে মাত্র (অর্ধেক ) ১ হাজার ৮২১ টি টিকেট। বাকী ১ হাজার ১০৫ টি টিকেট বিক্রি করেনি সংশ্লিষ্টরা।

অথচ আসন খালি নেই মর্মে এসময় কাউন্টারে বিজ্ঞপ্তি সাটিয়ে রাখেন তারা। ফলে টিকেটে না পেয়ে ফিরে যেতে বাধ্য হন সাধারন ট্রেন যাত্রীরা। এতে রেলওয়েকে আর্থিক ক্ষতির মুখে ফেলার পাশাপাশি যাত্রীদের সাথে প্রতারণার ঘটনাটিকে বাংলাদেশ রেলওয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করে প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত টিমের সদস্যরা।

পিবিএ/ সালাহ উদ্দিন আহমেদ/জেডআই

আরও পড়ুন...