মালয়েশিয়া আওমীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত


কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : মালয়েশিয়া আওমীলীগের উদ্যেগে ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার কুয়ালালামপুরের হোটেল ডাইনেস্টিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম সোহেল ও মো. রাজীব আহমেদের যৌথ সঞ্চালনায় মালয়েশিয়া আওমীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব মুকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামাল , বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সহ সভাপতি দাতো আকতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা প্রমুখ।

আরো বক্তব্য রাখেন কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অলিল ফরাজী, যুবলীগ নেতা আল আমিন ডলার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহাগ সরকার, আম্পাং শাখা আওয়ামীলীগের সভাপতি মো. আলী আকবর,জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ডব্লিও,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির, মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইচ জুয়েল, মুক্তিযুদ্ধ মঞ্চ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রোহান আহমদ শামিম।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি দাতো আবুল কালাম আজাদ,মুরাদ চৌধুরী , বাবলা মজুমদার বাবু, যুবলীগ নেতা রেজাউল হক লায়ন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার শান্ত, কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ আর মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, আম্পাং শাখা আওয়ামীলীগের সহসভাপতি মুছা বিন লিটন, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান প্রমুখ।

সভা বক্তারা বলেন বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযুদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো সব বীর নারীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অসামান্য অবদান তুলে ধরেন।সেই সাথে স্বাধীন বাংলাদেশে আর যেন কখনও স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে না পারে সেদিকে দৃষ্টি রাখার পক্ষে আলোচকরা প্রত্যয় ব্যক্ত করেন।

এরপর পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সেই সাথে মালয়েশিয়া শ্রমিকলীগের সাধারণ সম্পাদক স্বদেশে ফিরে যাওয়া উপলক্ষে মালয়েশিয়া আওমীলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...