নুসরাত ফারিয়ার ‘হট’ ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: বাংলাদেশের টেলিভিশনে ২০১০ ও ২০১২ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর থেকেই বাংলাদেশি ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন। এখন রাজত্ব করছেন টলিউডে। কয়েকদিন আগেই অঙ্কুশ হাজরার বিপরীতে ‘ভয়’ ছবিতে তাকে দেখা গেছে।

সম্প্রতি পুরনো একটি ‘হট’ ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন নুসরাত ফারিয়া। আর পোস্ট করতেই ফ্যানেরা যেন আত্মহারা! একেবার অন্যরূপে দেখা গেছে তাকে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নুসরাত ফারিয়া খোলা চুলে, টাইট পোশাকে, গ্লিটারিং প্যান্টে একেবারেই অন্য মেজাজে। নিজেকে নিজেই ‘পটাকা’ বলেও উল্লেখ করছেন তিনি।

এদিকে প্রিয় নায়িকার ওই ভিডিও দেখে বাক্যহারা ফ্যানেরাও। কেউ লিখেছেন, ‘কী বলব কিছু বুঝতে পারছিনা।’ একজন লিখেছেন, ‘আমি হতভম্ব।’ অপর একজন লিখেছেন, ‘ভেরি হট’।

প্রসঙ্গত, টলিউডে ২০১৯-এ‘বিবাহ অভিযান’ ছবির মধ্য দিয়ে নুসরাত ফারিয়ার অভিষেক। সেখানে তার বিপরীতে ছিলো অঙ্কুশ।

পিবিএ/এমএসএম

https://www.instagram.com/p/B5zXyhTgN7t/

আরও পড়ুন...