প্রশিক্ষণ না নিয়ে আর বিদেশে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ফটো

পিবিএ, ঢাকা : প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি বলেন, নারী কর্মীসহ অভিবাসী কর্মীরা বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হলে, তার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিসহ সংশিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া প্রশিক্ষণ না নিয়ে আর বিদেশে যাওয়া যাবে না বলেও জানান শেখ হাসিনা।

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই ই মেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো বাংলাদেশেও গতকাল বুধবার বিভিন্ন আয়োজনে দিবসটি পালিত হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...