খালেদা জিয়ার কার্যালয়ে আওয়ামী লীগের দাওয়াত

পিবিএ ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জামায়াতে ইসলামীকে আমন্ত্রণের বাইরে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসব রাজনৈতিক সংগঠনের কাছে সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করে আওয়ামী লীগ।

সকাল সাড়ে এগারোটার দিকে আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

ওই প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন শিপু, রাশিদুল বাশার ডলার এবং আলমগীর হাসান।

বিএনপির পক্ষে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলটির উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন নসু।

এর আগে, ওই প্রতিনিধি দলটিই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। উত্তরার নিজ বাসভবনে কাদের এ আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...