জামালপুরে সাংবাদিকের দুই পা ভেঙে দেয়ায় ছাত্রলীগ নেতা আটক

পিবিএ,জামালপুর: জামালপুরে দৈনিক বাংলাবাজার ও পল্লীকন্ঠ প্রতিদিনের সাংবাদিক শেলু আকন্দকে দেশীয় অস্ত্রসহ লোহার পাইপ দিয়ে পিটিয়ে দু’পা ভেঙে দেয়ায় জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হাসান খানকে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় শেলু আকন্দকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় শহরের দেওয়ানপাড়া এলাকায় পুরাতন এসডিওর বাড়ির পিছনে শহর বাইপাস রোডে শেলু আকন্দ হাঁটাহাঁটি করতে গেলে তার উপর আক্রমণ চালায় রাকিব হাসান খান ও তার সহযোগীরা। গুরুতর আহত শেলু আকন্দকে তার স্বজন ও সাংবাদিকরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেছেন ডাক্তার। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শেলু আকন্দ পিবিএ’কে বলেছেন, আমি প্রতিদিন সকাল ও রাতে ব্রহ্মপুত্র নদের পাড়ে শহর বাইপাস রোডে হাঁটাহাঁটি করি। রাতে বাসা থেকে বের হয়ে বাইপাস রোডে হাঁটছিলাম। এ সময় এসডিওর বাড়ির পিছনে উৎপেতে থাকা পৌর কাউন্সিলর রুনু খানের ছেলে জেলা ছাত্রলীগ নেতা রাকিব খান, তুষার খান, স্বজন খান ও তুহিন খানসহ প্রায় ১২ জন আমার উপর হামলা চালায়। দেশীয় অস্ত্রসহ লোহার জিআই পাইপ দিয়ে আমার দুই পায়ে এলোপাতাড়ি পিটিয়ে আমাকে সড়কেই ফেলে রেখে যায় তারা। পেটাতে পেটাতে তারা বলেছে, মামলার সাক্ষী হইছস, এখন বুঝই। সাক্ষী দিবি না? তোর সাক্ষী হওয়ার স্বাদ জন্মের তরে মিটাইতাছি।

২৮ মে দুপুরে জামালপুর সদর সাব রেজিস্টার কার্যালয় প্রাঙ্গণে জাল দলিলের মাধ্যমে দলিল নিবন্ধনের বিষয়ে খোঁজ নিতে গেলে দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর উপর হামলা করে বেধড়ক মারধর করেছিলেন কাউন্সিলর রুনু খান ও তার ছেলে রাকিব খান। এ ঘটনায় পরদিন রাতে জামালপুর থানায় হওয়া মামলায় ১নং সাক্ষী ছিলেন সাংবাদিক শেলু আকন্দ। সাংবাদিকের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ থেকে বহিস্কারও হয়েছিলেন রাকিব হাসান খান। রাকিব হাসান খানের পিতা রুনু খান জামালপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও একজন স্ট্যাম্প ভেন্ডার।

জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান পিবিএকে জানিয়েছেন, রাতেই অভিযান চালিয়ে মুকুন্দবাড়ি এলাকায় বোনের বাড়ি থেকে রাকিব খানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন শেলু আকন্দের ভাই দেলোয়ার হোসেন আকন্দ। মামলা নম্বর ৪১। আসামিরা হলেন, শহরের দেওয়ানপাড়ার মৃত রসুল মাহমুদ খানের ছেলে তুষার খান (৩৫) ও তুহিন খান (৩২), কাউন্সিলর রুনু খান (৫০) ও তার ছেলে রাকিব হাসান খান (২৭), মৃত শুনু খানের ছেলে সজন খান (২৮) ও মৃত জলিল মন্ডলের ছেলে সিদ্দিক মন্ডল।

পিবিএ/রাজন্য রুহানি/বিএইচ

আরও পড়ুন...