পরিবারসহ ৩০ মিনিট লিফটে আটকা ছিলেন নায়িকা শাবনূর

 

ফাইল ছবি

পিবিএ, ঢাকা : বাংলা চলচ্চিত্রের এক সময়ের অনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন ছিল ১৭ ডিসেম্বর। এদিন রাতেই নিজ বাসার লিফটে প্রায় ৩০ মিনিটের ওপর পরিবারসহ আটকে ছিলেন তিনি।

গত মঙ্গলবার রাতে জন্মদিন উপলক্ষে গুলশানে একটি দাওয়াতে যাওয়ার সময় ইস্কাটনের বাসার ছয়তলা থেকে বের হতে গিয়ে লিফটে আটকা পড়েন তারা। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটা পর্যায়ে সবাই বের হয়ে আসেন।

শাবনূর বলেন, ‘এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। আমার বান্ধবী কেঁদে ফেলেছে। সবাই একটা পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়ি। শুরুতে ভেবেছিলাম, বেশি সময় লাগবে না। পরে দেখি ভয়াবহ অবস্থা। শেষ পর্যন্ত বের হয়েছি।’

রাতে দাওয়াতে যাওয়ার সময় লিফটে আটকে গেলেও পুরোটা দিন খুব ভালো কেটেছে শাবনূরের। জন্মদিনে ১৫টি কেক কেটেছেন।

শাবনূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে সপ্তাহ দুয়েক আগে দেশে ফিরেছেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...