পিবিএ ডেস্ক: বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফুঁসছে ভারত। জনতার বিক্ষোভ কিছুতেই থামাতে পারছে না দেশটির সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ করায় হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার কর্ণাটকের মেঙ্গালুরুতে বিক্ষোভ চলছিল। সেখানে গুলি চালায় পুলিশ। এতে অন্তত ২ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এই অবস্থায় জেলার পাঁচটি থানায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
অন্যদিকে লক্ষ্ণৌতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরও একজন। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্যটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ১২ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয় এবং আটক করা হয় ১১২ জন বিক্ষোভকারীকে।
পিবিএ/এমএসএম