বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন শেষ করতে পারেনি কোন অপশক্তি : প্রধানমন্ত্রী

অন্ধকার ভেদ করে আলোর পথে এগিয়ে চলেছে নারীরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

পিবিএ, ঢাকা : জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, কি পেলাম আর কি পেলাম না সে চিন্তা না করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কি পেলাম না পেলাম সে চিন্তা না করে রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ও সংবিধান দিয়ে গেছেন। সেই সংবিধানে মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র ও বাসস্থানের নিশ্চিতের কথা বলা হয়েছে। আমাদের সেগুলো নিশ্চিত করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও বিশ্ব দরবারে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। যেন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারে।

তিনি আরও বলেন, আপনাদের (কাউন্সিলর) কাছে আবেদন সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। বারবার এ সংগঠনের ওপর আঘাত এসেছে। তারপরও বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন শেষ করতে পারেনি কোন অপশক্তি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আদর্শ মেনে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে রাজনীতি করতে হবে।

সকলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে এবং সে জায়গা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। আমি সামনে আরেকটি বই প্রকাশ করতে যাচ্ছি, বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা রিপোর্ট। তার বিরুদ্ধে কতো অপ্রচার ছিলো, সব থাকবে সেখানে।

পিবিএ/এমইউ/জেডআই

আরও পড়ুন...