স্যার আবেদের অবদান অনন্য : ফখরুল

স্যার আবেদের অবদান অনন্য : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ফটো

পিবিএ ঢাকা: পৃথিবীকে বদলে দিতে যারা যুগে যুগে চেষ্টা করেছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে স্যার ফজলে হাসান আবেদ অন্যতম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষায় যে অবদান রেখে গেছেন, তা আমাদের আর্থ-সামাজিক অবস্থা বদলে দিতে ভূমিকা রেখেছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, ক্ষুদ্র ঋণ ও শস্য ক্ষেত্রে ফজলে হাসান আবেদের অবদান অনন্য। সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। একবার চীনে একটি সেমিনারে গিয়েছিলাম, সেখানে কী নোট পেপার উপস্থাপন করেন ফজলে হাসান আবেদ। সেই সেমিনারে চীনের প্রেসিডেন্টও ছিলেন।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইয়ে সই করেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...