পিবিএ ডেস্ক: জাঁকিয়ে পড়েছে শীত। পার্টি, সারা রাত আড্ডা, খানা-পিনায় সকলেই প্রায় উৎসবের মেজাজে। রাজপথ মুড়েছে আলোয়। রেস্তোরাঁয় লোভনীয় সব অফার। অনেক দিন বাক্সবন্দি থাকার পর শীতপোশাকে সকলেই নিজেকে সাজাচ্ছেন।
কিন্তু ওরা? ফুটপাথ যাদের ঘরবাড়ি। সারাবছর সেখানেই কাটে। না আছে শীতের পর্যাপ্ত পোশাক, না কম্বল। তাদের কাছে এই শীত কিন্তু মোটেই উপভোগ্য নয়। আর তাই বড়দিনের আগে ফুটবাসীদের কাছে সান্তাক্লজ হয়ে উঠলেন নিখিল-নুসরত।
শনিবার রাতে নিখিল জৈন আর নুসরাত জাহান ফুটপাথবাসীর হাতে তুলে দিলেন নতুন কম্বল। রাতের বেলা বেরিয়ে যত্ন করে সবার গায়ে কম্বল জড়িয়ে দিলেন তিনি। শুধু ফুটপাথবাসীরাই নন, তাঁরা নতুন কম্বল তুলে দিলেন যৌনকর্মীদের হাতেও।
এর আগেও দীপাবলিতে এভাবে দুঃস্থদের মধ্যে পোশাক বিতরণ করতে দেখা গিয়েছে নুসরাতকে। নুসরাত তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে লিখলেন, ‘প্রতিটি উৎসবই হাসি আর আনন্দের। যৌনকর্মী বা ওদের নেই বলে এই উৎসবে কেউ মন খারাপ করে থাকবে তা হয় না। খুশি থাকা, আনন্দে থাকা সবার অধিকার’।
পিবিএ/এমএসএম
https://www.facebook.com/valobasharkolpona.official/videos/2452453701740786/?t=2