সাংবাদিক জামাল খাশেগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সাংবাদিক জামাল খাশেগি।

পিবিএ ঢাকা : তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় পাঁচ জনের মৃত্যুদণ্ড এবং তিনজনকে ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন সৌদির একটি আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ রায় ঘোষণা করা হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

রায় ঘোষণার পর সৌদি আরবের সরকারি কৌসুলি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।

অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের বলেছেন, বিচারের ক্ষেত্রে সৌদি আরব অন্য কোনো দেশের কথা শোনে না। নিজস্ব আইনে বিচার হয়। অন্য অনেক দেশ মনে করছে, বিচার প্রক্রিয়ায় সৌদি নেতৃত্বের হস্তক্ষেপ রয়েছে। এটি সঠিক নয়।

আল জুবায়ের বলেন, বিচারে প্রমাণ হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান কাশোগিকে হত্যার নির্দেশ দেননি।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানালেও তার মরদেহের হদিস জানাতে পারেনি সৌদি কর্তৃপক্ষ।

সৌদি বংশোদ্ভূত জামাল খাসোগি দি ওয়াশিংটন পোস্ট এর একজন সাংবাদিক ও লেখক ছিলেন। তিনি এক সময় আল-আরাব নিউজ চ্যানেল এর সাধারণ ব্যবস্থাপক এবং প্রধান সম্পাদকের পদে নিযুক্ত ছিলেন।

ধারণা করা হয়, তার মরদেহ টুকরো টুকরো করে কনস্যুলেট ভবন থেকে সরিয়ে ফেলা হয়। কেউ কেউ ধারণা করেন, হত্যার পর মরদেহ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়। আর সেই হত্যাকাণ্ডের দায়ে ১১ জন দোষী সাব্যস্ত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

পিবিএ/এমকে/ জেডআই

আরও পড়ুন...