মালাইকার বন্ধুদের সঙ্গে নাচ ভাইরাল (ভিডওসহ)

পিবিএ ডেস্ক: খ্রীস্টমাসের পার্টি শুরু করে দিলেন মালাইকা অরোরা৷ বোন অমৃতা অরোরা ও প্রিয় বন্ধুদের সঙ্গে নাচতে শুরু করে দিয়েছেন মালাইকা৷ কমলা রঙের পোশাক পরে গার্লস গ্যাঙের সঙ্গে নাচছেন মালাইকা৷ সম্প্রতি বলিউডের ছইয়া ছইয়া গার্ল-এর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরল হয়ে যায়৷

https://www.instagram.com/p/B6YYQvAB8lh/

তবে এই প্রথম নয়, এর আগে জন্মদিনের রাতেও বন্ধুদের সঙ্গে রাতভর পার্টি করতে দেখা যায় মাল্লাকে৷ আয়না দেওয়া পোশাক পরে অর্জুন কাপুর, অর্জুন রামপাল, করিনা কাপুর খান, করিশ্মা কাপুরদের সঙ্গে নাচতে দেখা যায় মালাইকাকে৷ এবারও খ্রীস্টমাসের আগে সামনে এল একই ছবি৷ রাতভর বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা গেল মালাইকাকে৷

https://www.instagram.com/p/B6amqPtBfNO/

এদিকে মালাইকার সঙ্গে বিচ্ছেদের সময় ছেলে আরহান খানের মনের অবস্থা কী হয়েছিল, বিষয়টি নিয়ে মুখ খোলেন আরবাজ খান৷ এ বিষয়ে আরবাজ বলেন, তাঁদের বিচ্ছেদের সময় আরহানের বয়স ছিল ১২ বছর৷ ওই সময় থেকে পরিস্থিতির গভীরতা বুঝতে পারে আরহান৷ ফলে বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে তাকে নতুন করে কিছু বোঝাতে হয়নি বলে জানান আরবাজ৷

পাশাপাশি এও বলেন, বর্তমানে আরহানের বয়স ১৭৷ ১৮ বছর হলে, আরহান কার কাছে থাকবে, সে বিষয়ে ও নিজেই সিদ্ধান্ত নেবে৷ ফলে মালাইকা অরোরার কাছে ছেলের বড় হওয়া নিয়ে কি এবার প্রশ্ন তুলে দেলেন সলমন খানের ভাই, এবার সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে৷

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...