দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নারীর মৃত্যু

পিবিএ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ের বর্ডার সংলগ্ন এলাকায় মেশিনা নামক শহর থেকে জোহানসবার্গে আসার পথে বেলাবেলা-মুকুপানি নামক স্থানে বিপরীতমুখী আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাসির হোসেন নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর সহধর্মিণী ঘটনাস্থলে নিহত হন। নাসির হোসেন এবং তার সন্তান গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ২২ ডিসেম্বর রবিবার সকালে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহতের প্রবাসী ব্যবসায়ীর স্বামী মোহাম্মদ নাসির উদ্দিনের দেশের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগে, সোনামুড়ির ৫ নং অম্বরনগর ইউনিয়নে আসলাম পাটওয়ারি বাড়ি।

মোহাম্মদ নাসির উদ্দিন একজন সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সকলের কাছে অনেক পরিচিত মুখ ছিলেন। লিম্পোপো প্রভিন্সের মোছিনা শহরে তিনি এবং তার স্ত্রী তাদের ছোট মেয়েকে জোহানেসবার্গের একটি স্কুলে ভর্তি করানোর জন্য গাড়িযোগে রওয়ানা দিয়েছিলেন।

ভাগ্যের নির্মম পরিহাস দাম্পত্য জীবনের মাঝপথে নেমে আসলো অন্ধকার ছায়া ,ও সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তার পরিবারের সবচেয়ে কাছের প্রিয় মানুষটিকে । তিনি দক্ষিণ আফ্রিকার সিটিজেন পারমিট হোল্ডার। স্ত্রী ও সন্তানদের কে নিয়ে একসাথে বসবাস করতেন দক্ষিণ আফ্রিকায় মোছিনা শহরে ।

পিবিএ/আরিফুর রহমান দিলু/বিএইচ

আরও পড়ুন...