মহাকাশে ১৯৭ দিন কাটিয়ে পৃথিবীতে হাঁটতে পারছেন না মহাকাশচারী (ভিডিওসহ)

https://youtu.be/MJRJMS7uR0I

পিবিএ ডেস্ক: ১৯৭ দিন মহাকাশে কাটিয়ে ফিরে এসেছেন নাসার মহাকাশচারী ড্রিউ ফিউস্টেল। মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে এতদিন ছিলেন তিনি। কিন্তু ১৯৭ দিন থাকার মূল্য এভাবে দিতে হবে, ভাবতেই পারেননি ড্রিউ। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর আর হাঁটতে পারছেন না তিনি। মাটিতে পা ফেলতেই পড়ে যান তিনি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ঠিক মতো খাপ খাওয়াতে পারছেন না ড্রিউ।

সম্প্রতি ড্রিউ ফিউস্টেল নিজের একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। সেখানে নিজের করুণ অবস্থার কথা শেয়ার করেছেন তিনি। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাসা থেকে তিন মহাকাশচারী গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন ‘SoyuzMS-09’ মহাকাশযানে। ১৯৭ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছেন তারা।

পৃথিবীতে ফেরার পর ড্রিউ ফিউস্টেল টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি হাঁটতে পারছেন না।

চলতি বছরেই মার্কিন মহাকাশচারী ড্রিউ ফিউস্টেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে ষষ্ঠ স্পেসওয়াক পূর্ণ করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সকলে কামনা করছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে যান।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...