পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

khulna-21-BGB
পিবিএ,যশোর: খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২৩ জানুয়ারী রাতে বেনাপোল পোর্টথানাধীন শিকড়ি গ্রামের মাঠের মধ্যে থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্টথানাধীন শিকড়ি গ্রামে একদল পাচারকারী বিপুল পরিমান ফেন্সিডিলের চালান অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র টহল দল সেখানে চোরাকারবারীর দলের পিছু ধাওয়া করলে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় এবং সেখান থেকে ২৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অপর দিকে পুটখালী মসজিদ বাড়ি চেকপোস্ট থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

khulna-21-BGB

আটককৃতরা হলো, আমড়াখালী গ্রামের আবু তাহের মুন্সীর ছেলে মোঃ আল-আমিন (২২) এইক গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ আবু মুসা হোসেন(২৫) ও পান্থাপাড়া গ্রামের আশরাফুল হোসের ছেলে মুক্তার হোসেন(২২) এবং পুটখালী গ্রামের ওবাইদুল্লার ছেলে সাবান আলী(২১)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার ( পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্ত থেকে ২৯৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদকদ্রব্যসহ ৪ জনকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।

পিবিএ/এনইউ/ইএইচকে

আরও পড়ুন...