পিবিএ ডেস্ক: বিজেপির বিরুদ্ধে লড়তে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতা পেরিয়ে পুরুলিয়ায় সোমবার মিছিল শুরুর আগে বিজেপিকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, ‘এনআরসির নামে দেশ থেকে মানুষকে বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি। এই চক্রান্তের বিরুদ্ধে আমি আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে, মা-বোন, কৃষক-শ্রমিক, আদিবাসী, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান সমাজ সকলকে বলবো আপনারা জোট বাঁধুন, তৈরি হন। বিজেপিকে একঘরে করে দিন।
তিনি বলেন, ভারতের বুকে যারা অন্য মানুষকে তাড়াতে চায়, তাদের কোনো জায়গা ভারতে নেই, এটা মাথায় রাখতে হবে।’
তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ সিএএ, এনআরসি নিয়ে যারাই শান্তিপূর্ণ আন্দোলন করছে বিজেপি তাদেরকে অপরাধী আখ্যায়িত করছে। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘কয়েকদিন আগে উত্তর প্রদেশে কয়েকজন নিহত জয়েছে এবং কর্নাটকে প্রতিবাদ দেখাতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সেখানকার বিজেপি মুখ্যমন্ত্রী বলেছিলেন নিহতদের পরিবারকে অর্থ সাহায্য প্রদান করা হবে। কিন্তু পরে হঠাৎ বলা হলো, তাদেরকে অর্থ সাহায্য করা হবে না কারণ তারা ক্রিমিনাল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’
মমতা বলেন, ‘আমাদের দেশে ১৩০ কোটি নাগরিক আছে। কাওকে নাগরিকত্ব দেওয়া হবে, বাকিরা কি ললিপপ খাবে? আমরা সবাই নাগরিক। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও যদি আমাদের প্রমাণ দিতে হয় যে, আমরা নাগরিক কি না, তবে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।
এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন এর সমর্থনে সোমবার টুইটারের মাধ্যমে প্রচারণা শুরু করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি নতুন নাগরিক আইনের ফলে কোন মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না বরং দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট এবং নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ টুইটার হ্যান্ডেলে বলা হয় ‘ভারত সংশোধিত নাগরিকত্ব আইন (ক্যা) কে সমর্থন জানাচ্ছে। কারণ সিএএ (ক্যা) নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেবে। এটা কারো নাগরিকত্ব কেড়ে নেবে না।’
পিবিএ/এমএসএম
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2498282043779331/?t=0