১৬ ব্যবসাপ্রতিষ্ঠান থাকার পরও গাড়ি নেই আতিকুলের

ফাইল ফটো

পিবিএ, ঢাকা : রিটার্নিং কর্মকর্তাদের কাছেহলফনামা জমা দিয়েছেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সব দলের প্রার্থীরা। হলফনামা যাচাই-বাছাইয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

তবে এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম এবং বিএনপির মনোনীত তাবিথ আউয়াল।

আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনেকগুলো প্রতিষ্ঠানের মালিক তিনি। কিন্তু ব্যক্তিগত কোনো গাড়ি নেই আতিকুলের। তিনি ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন ৯৮ লাখ ৮৯ হাজার টাকা।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের হলফনামা অনুযায়ী, ব্যক্তিগত কোনো ঋণ নেই তারা। ব্যক্তিগত সম্পদের পরিমাণও বেশি তাবিথের।

আতিকুল ইসলামের হলফনামা থেকে পাওয়া তথ্য:

আয়ের উৎস হিসেবে কৃষি, ব্যবসা, বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া, মৎস্য চাষ ও ব্যাংক সুদ উল্লেখ করেছেন ডিএনসিসিরি সাবেক এই মেয়র।

১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার। এসব ব্যবসা থেকে তার বার্ষিক আয় হয় ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া তার অস্থাবর সম্পদ ৪ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা ও স্থাবর সম্পদের মূল্যমান ১৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকা।

ব্যক্তিগত ঋণ ৯৮ লাখ ৮৯ হাজার টাকা রয়েছে তার আইএফআইসি ব্যাংকে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ৫৯১ কোটি ৬ লাখ টাকার ঋণ রয়েছে। এতো বড় অংকের ঋণের মধ্যে আইএফআইসি ব্যাংকে ফান্ডেড ১৮৬ কোটি ৬২ লাখ টাকা ও নন-ফান্ডেড ২৪৪ কোটি ৬৪ লাখ টাকা ঋণ রয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকে ২৬ কোটি ১৫ লাখ টাকা ফান্ডেড ও ৭৩ কোটি ২৫ লাখ টাকা নন-ফান্ডেড টাকা ঋণ রয়েছে তার।

আতিকুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা বিকম। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...