কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তা কাটার অভিযোগ

kustia
কুষ্টিয়ার সরকারী রাস্তাকেটে ইটভাটার পুকুর ভরাট

পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় এক ইউপি চেয়ারম্যান ২শ মিটার সরকারী রাস্তাকেটে ইটভাটার পুকুর ভরাট করাসহ জমি দখল নিয়েছে বলে অভিযোগ প্ওায়া গেছে । ফলে রাস্তা না থাকায় রতনপুর গ্রামের শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে। রাস্তা কেটেও চেয়ারম্যান পার পেয়ে যাওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানালেন গ্রামাসীরা।

উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে রতনপুর গ্রামের মানুষের যাওয়া আসার দুটি সরকারী কাঁচা রাস্তার গা ঘেষে খোকসা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আয়ুব আলী বিশ্বাসের ইটভাটা। ভাটা লাগোয়া উত্তর-দক্ষিন দিয়ে ২ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি গিয়ে মিশেছে কাদিরপুর-রতনপুর-মহিষ গাড়ি বিলে। অনাদিকাল থেকে এ রাস্তার দুই পাশে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের শতাধিক পরিবার বাস করে আসছে। এ রাস্তায় দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী, কৃষকসহ কয়েক হাজার মানুষ আসা যাওয়া করে। কিন্তু ইউপি চেয়ারম্যান তার ভাটায় ইট লোড আন লোড করার সুবিধার্থে ২৩ ফুট প্রসস্ত রাস্তাটির দক্ষিনের সংযোগ স্থল থেকে প্রায় ২শ মিটার লম্বা করে রাস্তার মাটি কেটে নিজের ভাটার পুকুর ভরাট করেছে। এখানেই খান্ত হয়নি চেয়ারম্যান। রাস্তার জমির উপর দিয়ে পোড়ানো ইট রেখে জমি দখলে নিয়েছে। ফলে গ্রামবাসীর যাওয়া-আসার রাস্তাটি বন্ধ হয়ে গেছে।

রাস্তা কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একাধিক গ্রামবাসী ও কৃষক চেয়ারম্যানের লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবকরা স্কেবিটার দিয়ে রাস্তা কাটার ছবি তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়ার পর উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। গত সপ্তাহে উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার দিয়ে রাস্তার সীমানা নির্ধারণ করা হয়েছে। কিন্তু রাস্তা কাটার ঘটনায় জড়িত চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে ভুক্তভোগী গ্রামবাসীরা অভিযোগ করেন।

ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় দশম ছাত্রীর ছাত্রী স্মৃতি খাতুন, পারভিন, মরিয়ম তারা বলেন, গত দুই সপ্তাহ আগেও তারা এই রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছে। হঠাৎ করেই একদিন বিকালে ভাটার অংশের রাস্তাটি উধাও হয়ে গেলো। চেয়ারম্যান রাস্তার মাটি কেটে নিজের পুকুর ভরাট করলো কিন্তু কেউ কিছু বললো না। এখন তারা ইট খোলার ভেতরের পায়ে হাটা পথ দিয়ে প্রধান রাস্তায় উঠছে। কিন্তু বর্ষা মৌসুমে তারা আর বাড়ি থেকে বেরুতে পারবে না।স্কুলেও যাওয়া হবে না।

রেজাউল, রুস্তম, ছাত্তার, মান্নান জানায়, ভাটার কাঁচা ও পাকা ইট লোড আন লোডের খরচ কমানো ও সরকারী রাস্তার জমি দখল নিতে চেয়ারম্যান ব্যক্তিগত স্বার্থে রাস্তা কেটে মাটি দিয়ে পুকুর ভরাট করেছে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কয়েকজন গ্রামবাসী লাঞ্ছিত হয়েছে বলেও তারা জানায়।

১ নং খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইটভাটার মালিক আয়ুব আলী বিশ্বাসেরর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন, যেখান থেকে তিনি মাটি কেটেছেন সেখানে আসলে কোন রাস্তায় ছিল না। তিনি ভাটার রাবিস দিয়ে রাস্তা বানিয়ে ছিলেন। আবার নিজের প্রয়োজনে তিনি সে রাবিস কেটে পুকুর ভরাট করেছেন। এক পর্যায়ে তিনি স্বীকার করনে ম্যাপে ৪ লিংক (জমি মাপের একক) রাস্তা আছে।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কামরুজ্জামানে জানান, চেয়ারম্যান রাস্তার মাটি কাটার পর জমি জরিপ করে রস্তার সীমানা নির্দ্ধার করা হয়েছে। ম্যাপে রাস্তার কোথাও কোথাও ২৩ ফুটের বেশী প্রসস্ত আছে। তবে চেয়ারম্যানের পক্ষে সাফাই গাইয়ে সার্ভেয়ার বলেন, চেয়ারম্যান নতুন করে রাস্তার কাজ শুরু করেছেন। রাস্তা পুণঃনির্মান করার পর আবার মাপ দেওয়া হবে । তবে রাস্তা নির্মানের বক্তব্যের সাথে মিল নেই দৃশ্যপটের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, বিষয়টি নিয়ে জেলার সমন্বয় সভায় আলোচনা হয়েছে। রাস্তা পুনঃনির্মান করার জন্য চেয়ারম্যানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

পিবিএ/কে এস/ইএইচকে

আরও পড়ুন...