সর্বদীর্ঘ ও উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য চুয়াডাঙ্গায়

bangobandhu
ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘতম ও উঁচু ভাস্কর্য

পিবিএ,চুয়াডাঙ্গা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘতম উঁচু ভাস্কর্য নির্মাণ করা হবে চুয়াডাঙ্গায়। বুধবার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস এই তথ্য নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মাণ করবেন বাংলাদেশের ভাস্কর্যবিদ মৃণাল হক। তবে ভাস্কর্য নির্মাণে কত টাকা খরচ হবে এমটি জানাতে পারেননি তিনি।

জেলা প্রশাসকের কার্যালযের বিশ্বস্ত একটি সূত্র জানায়, ভাস্কর্যটি জেলা প্রশাসকের কার্যালয়ের টেনিস গ্রাউন্ডের পাশে নির্মাণ করা হবে। নির্মিত বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটির উচ্চতা হবে একশ ফুট। যেটি হবে উচ্চতায় বাংলাদেশের মধ্যে সর্বদীর্ঘ ভাস্কর্য। বাংলাদেশের চট্রগ্রামে রাজউকের তত্বাবধানে যে ভাস্কর্যটি রয়েছে সেটির উচ্চতা ৬৬ ফুট। এছাড়া বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক যে ভাস্কর্যটি রয়েছে তার উচ্চতা ৫৩ দশমিক ৫০ ফুট। সেদিক থেকে চুয়াডাঙ্গার বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটিই দেশের দীর্ঘতম ভাস্কর্য।

ভাস্কর্য নির্মানে জেলার মুক্তিযোদ্ধারা বলছেন মুক্তিযুদ্ধের পর অবহেলিত চুয়াডাঙ্গাকে এবার বাংলাদেশ অন্যরুপে দেখতে পাবে। স্বাধীনতার ৪৮ বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাস্কর্য চুয়াডাঙ্গাতে নির্মাণ করা হয়নি। তবে দেরিতে হলেও ভাস্কর্য নির্মাণের খবরে খুশি তারা।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মারণর কথা শুনে জেলার সাধারণ মানুষের চোখে দেখা যাচ্ছে অনান্দ-উল্লাসের ছোয়া।

পিবিএ/কেসি/ইএইচকে

আরও পড়ুন...