পিবিএ ডেস্ক: একে অপরের খুব কাছে। তারপর ঠোঁটে ঠোট, গভীর চুম্বন। সেই মূহুর্তে যেন প্রেম আছড়ে পড়েছে দুজনের মনে। ঠিক এভাবেই ঘনিষ্ঠরূপে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তার স্বামী রোশানের।
নতুন বছরের শুরুতেই প্রেমে মজেছেন এই তারকা দম্পতি। তাদের এই রোমান্টিক মূহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রোশান। আর শ্রাবন্তী শেয়ার করেছেন অন্য একটি ছবি। প্রিয় নায়িকাকে এভাবে দেখে ভক্তদের মনে বইছে উচ্ছ্বাস।
গেল বছরে রোশানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এটি শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। তার একটি ছেলেও রয়েছে। এর আগে নির্মাতা রাজিব বিশ্বাস ও মডেল কৃষাণের সঙ্গে বিয়ে হয়েছিল এই নায়িকার।
এখন বেশ সময় পার করছেন শ্রাবন্তী। তার হাতে রয়েছে ছবিয়াল ও আজব প্রেমের গল্প নামে দুটি সিনেমা। এছাড়াও বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে বিক্ষোভ সিনেমাটি।
পিবিএ/বিএইচ