সুস্মিতার সঙ্গে তাল মিলিয়ে দুই মেয়ের নাচ ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: দুই মেয়ে নিয়ে নেচে-হুইহুল্লোড় করে ২০২০-কে স্বাগত জানালেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন। নাচের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন সুস্মিতা নিজেই। এরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গানের তালে তালে নাচছেন মা সুস্মিতা সেন। তার সঙ্গে রীতিমতো তাল মিলিয়ে নাচল দুই মেয়ে রেনে আর আলিশা।

https://www.instagram.com/p/B6vyPNbhTBF/

যখনই পরিবারের সঙ্গে সময় কাটান সেই ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সুস্মিতা। নেটিজেনরাও সেটা পছন্দ করেন। ফলে, নতুন বছরে সুস্মিতা কী করবেন, দেখার জন্য মুখিয়ে ছিলেন নেটিজেনরা। তাই নাচের ভিডিও সোশ্যালে আসতেই দারুণ পছন্দ হয়েছে অনুরাগীদের। সবাই কমেন্টস, ইমোজিতে ভরিয়ে দিয়েছেন।

https://www.facebook.com/PBA.EnterTainMent/videos/632482597496370/?t=2

প্রসঙ্গত, সুস্মিতা সেন ১৯৯৮ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। তার আগে অভিনেত্রী ১৯৯৪-এ ভারত সুন্দরী হয়েছিলেন। বলিউডে আসেন ১৯৯৬ সালে, ‘দস্তক’ ছবি দিয়ে। বর্তমানে সেন সুন্দরী মডেল রোহমান শালের সঙ্গে সম্পর্কে রয়েছেন। প্রায়ই তাঁদের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় সোশ্যালে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...