শাহীন রহমান, পিবিএ, পাবনা : পাবনায় নানা আয়োজনে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার বেলা পৌনে ১২টায় শহরের বৈকন্ঠপুরের এ্যাষ্ট্রাস বাংলোবাড়িতে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দয়া কর আমার উপর, ওহে যীশু দয়াবান; তুমি নরের নিস্তারকর্তা, তুমি সর্বশক্তিমান; এই ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে প্রার্থনা সভা শুরু হয়। বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের কোষাধক্ষ্য শ্যামুয়েল আশিষ বিশ্বাসের পরিচালনায় পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী।
পবিত্র বাইবেল পাঠ ও আলোচনা করেন প্রণব দাস। বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের পক্ষে স্মৃতিচারণ করেন ফেলোশীপের সাধারণ সম্পাদক রোভাঃ লিয়র পি সরকার। সবার উদ্দ্যেশ্যে প্রার্থনা করেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপের সভাপতি কাজল সেন গুপ্ত।
এ সময় প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রতœা পাত্র, মেজো ছেলে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ছোট ছেলে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও পাবনা প্রেসক্লাবের উদ্যোগে রাতে স্মরণসভার আয়োজন করা হয়। স্যামসন এইচ চৌধুরী ২০১২ সালের ৫ জানুয়ারি মারা যান।
পিবিএ/এসআর/জেডআই