পিবিএ ডেস্ক: স্তিকা দত্ত, বাংলা সিরিয়ালে তিনি এখন জনপ্রিয় মুখ। সম্প্রতি তাঁর অভিনীত ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’ দেখানো শুরু হয়েছে। সেখানে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম রাধিকা। রাধিকা ও কর্ণর ভালবাসার গল্প বলবে এই সিরিয়াল। কিন্তু রাধিকার সঙ্গে তাঁর পাতানো কাকিমার সম্পর্ক খুব খারাপ। সেটা অন স্ক্রিন। কিন্তু অফ স্ক্রিনে দুজনের সম্পর্ক বেশ মজার।
https://www.instagram.com/p/B63kfHqHXwz/
স্বস্তিকা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ জনপ্রিয়। সম্প্রতি একটি ভিডিও তিনি শেয়ার করেছেন এই চলতি সিরিয়ালের সেট থেকে। মোবাইলে গান বাজছে মাঝ রাস্তায় কাকিমার সঙ্গে জমিয়ে নাচছেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে পড়ে। স্বস্তিকা এই ভিডিও শেয়ার করে লিখেছেন, “সিনের পিছনে আমি আমার কাকিমার সঙ্গে কি করি দেখুন।” মজার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পিবিএ/বিএইচ
https://www.instagram.com/p/B6h8JH9n2IX/