পিবিএ,দিনাজপুর: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ দিনেও দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা দুই ছাত্রের প্রক্সি দিচ্ছিলেন।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় এ-১ ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে একাডেমিক ভবন-৩ এর প্যারাসাইটোলজি ল্যাবের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো.খালেদ হোসেন পিবিএকে জানান,পরীক্ষা চলাকালীন ওই ২ শিক্ষার্থীদের এডমিট কার্ডের সাথে ছবি ও স্বাক্ষর না মিললে সন্দেহ তৈরি হয়।পরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদে ওই দুই শিক্ষার্থীর জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে ৪৫ দিনের সাজা প্রদান করা হয় এবং তাদের মোবাইল গুলো জব্দ করা হয়।
জানা গেছে, আটক ছাত্রটি মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের ছাত্র, নাম ফারাজুল হক এবং নির্ধারিত পরীক্ষার্থী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের “আইন বিভাগের” এর সাবেক শিক্ষার্থী নাম আরমান হাসান। দুজনের বাসা বরিশাল।
উল্লেখ্য, ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে বিকাল ৫ টায় হাবিপ্রবির ভর্তি পরীক্ষা শেষ হবে। আগামী শনিবারের মধ্যে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রদান করা হবে বলে জানা গেছে।
পিবিএ/এমএ/এফএস