পিবিএ, চট্টগ্রাম : ভুয়া এএসপি (সহকারী পুলিশ সুপার) পরিচয়ে দুই সন্তানের জননীকে নিপীড়নের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিবুর রহমান আকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে বাকলিয়া থানাধীন বলির হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিকালে ওই ছাত্রলীগ নেতাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আকিব আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের নুরুল আবছারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, আকিব নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে ওই নারীকে বিয়ের আশ্বাস দেন। এরপর নিপীড়ন করেন এবং প্রতারণার মাধ্যমে ২৩ লাখ টাকা হাতিয়ে নেন।
এ মামলার এজাহারে ভিকটিম ওই নারী অভিযোগ, স্বামীর সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয় গত বছরের ৩ জুলাই। তাদের দুই মেয়ে রয়েছে। মেয়েদের নিয়ে তিনি আলাদা থাকতেন।
এরইমধ্যে ফেসবুকে তাহসান খান পিজন নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সে নিজেকে এএসপি পরিচয় দেন। এতে উৎসাহী হয়ে ওই যুবকের সঙ্গে তিনি ফেসবুকে কথা বলেন। এক পর্যায়ে তাহসান বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন।
গত বছরের বছরের ৭ আগস্ট তারা বিয়ে করেন। নিকাহনামায় তার নাম ‘তাহসান খান আকিব’ এবং বাবার নাম মো. আশরাফ খান, মাতা- আসমা খানম উল্লেখ করা হয়। ঠিকানা লেখা হয়- নগরীর কোতোয়ালী থানার জামালখানে খান ম্যানশনে।
ওই নারী অভিযোগে আরও উল্লেখ করেন, একসঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বিভিন্ন হোটেলে রাতযাপন করেছেন। বাকলিয়ার ডিটি রোডে একটি বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন। ওই নারী তাকে ঘরে তুলে নেয়ার জন্য আকিবকে চাপ দিলে নানা টালবাহানা শুরু হয়।
ওই নারীর কাছ থেকে আকিব একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সময়ে কয়েক দফায় অন্তত ২৮ লাখ টাকা হাতিয়ে নেন। এ টাকা চাইতে গেলে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
একপর্যায়ে ওই নারী জানতে পারেন আকিব একজন প্রতারক। ফেসবুকে সম্পর্ক গড়ে তোলে অনেক নারীর সর্বনাশ করেছে সে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দি বলেন, আকিবের বিরুদ্ধে সোমবার সকালে এক নারী ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। অভিযান চালিয়ে বাকলিয়া থানার বলিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
পিবিএ/জেডআই