পিবিএ,টাঙ্গাইল: গত ৫ জানুয়ারি রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে রাস্তায় থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কালিহাতি স্টুডেন্ট এসোসিয়েশন। মঙ্গলবার (৭ জানুয়ারী) টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কালিহাতী স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুজন রাজা, কালিহাতী উপজেলা ছাত্রলীগ নেতা সাহেদ, কালিহাতি স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি শরীফ হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, সাগর আহমেদ, তানভির হাসান জনি প্রমুখ।
পিবিএ/মনির হোসেন/বিএইচ