জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন ১১ই জানুয়ারি

পিবিএ,জবি: আগামী ১১ই জানুয়ারি ২০২০ ইং তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিগত ২৮ শে জুলাই ২০১৯ ইং তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষনা করে শিক্ষা মন্ত্রালয় এক প্রজ্ঞাপন জারী করে। ১৬/০৫/১৯ ইং তারিখ পর্যন্ত সমাবর্তনের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে রেজিষ্টেশনের জন্য আবেদন গ্রহন করা হয়।

বিগত ১লা ডিসেম্বর থেকে ছাত্র ছাত্রীদের সমাবর্তনের এন্ট্রি স্লিপ দেওয়া হয়। শিক্ষার্থীরা অনলাইন থেকে এন্ট্রি স্লিপ সংগ্রহ করে। আজ ৭ই জানুয়ারি থেকে শিক্ষার্থীদের কনভোকেশন কস্টিউম বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় যে, আগামী ৯ ই জানুয়ারি পর্যন্ত কস্টিউম বিতরন চলবে।

ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ বিলুপ্তি ঘোষনা করে,২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক ড. একে এম সিরাজুল ইসলাম খান প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন। বর্তমানে ড. মিজানুর রহমান উপচার্য ও প্রফেসর সেলিম ভূঁইয়া ট্রেজারার এর দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৩০০০, শিক্ষক প্রায় ১০০০, প্রশাসনিক কর্মকর্তা ৯৫০ জন ও একাডেমীক স্টাফ ৬০১ জন রয়েছে। আগামী ১১ই জানুয়ারি পুরাতন ঢাকার দয়াগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য্য উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়।

অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আহসান হাবিবের সাথে কথা বললে, তিনি বলেন যে, দীর্ঘ প্রায় ১৫ বছর পর সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে, আর আমাদের ভার্সিটির ১ম সমাবর্তন তাই খুব ভাল লাগছে।

পিবিএ/জোবায়ের হোসেন খান/বিএইচ

আরও পড়ুন...