পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তবর্তী এলাকা থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। বুধবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায় , চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবি সদস্যরা এক যুবককে সন্দেহ হলে ধাওয়া করে। সন্দেহভাজন ও যুবক বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের ৮০ নং মেইন পিলারের কাছে কাগজ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ফেলে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদী সাঁতরিয়ে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, উদ্ধার হওয়া প্যাকেটি খুলে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭শ’গ্রাম। মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।
পিবিএ/টিটি/এফএস