ভিসা ছাড়াই বাংলাদেশিরা ৪১ দেশে ভ্রমণ করতে পারবেন

পিবিএ ডেস্ক: বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ পৃথিবীর নির্দিষ্ট ৪১টি দেশ ভ্রমণ করতে কোনাে ধরনের ভিসা লাগবে না, শুধু পাসপাের্ট থাকলেই চলবে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপাের্ট অ্যাসােসিয়েশনের গবেষণা বিভাগ ‘হেনলি পাসপাের্ট ইনডেক্স প্রতিবছর বিশ্বের শক্তিশালী পাসপাের্টের একটি তালিকা তৈরি করে। আর পাসপাের্ট ইনডেক্স ২০২০-এর তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপাের্টের অবস্থান ৯৮তম।

বিশ্বের ২০০টি দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়।

সংস্থাটি বলছে, বাংলাদেশি পাসপাের্ট থাকলে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করা যাবে। দেশগুলাের তালিকা নিচে দেওয়া হলাে।

এশিয়া মহাদেশের ৬টি দেশ : ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ: কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমােরােস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসােথাে, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মােজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সােমালিয়া, টোগাে ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ: কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ : বাহামা, বার্বাডােজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডােমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগাে।

আমেরিকার মাত্র একটি দেশ : বলিভিয়া।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...