অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ’র বিশ্বের শীর্ষ প্রকাশনায় ৫টি বই প্রকাশ

কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : বিশ্বের শীর্ষস্থানীয় প্রকাশকরা ২০১৯ সালে পাঁচটি বই প্রকাশ করেছেন, যা বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাসুম বিল্লাহ’র দ্বারা রচিত। বইগুলো রচিত হয়েছে ইসলামিক ফিনান্সের বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রসমূহ অবলম্বনে।

রচিত ৫টি বইয়ের মধ্যে চারটি বইয়ের প্রকাশক পালগ্রাভ ম্যাক মিলান এবং স্প্রিংগার, সুইজারল্যান্ড। চারটি বই যথাক্রমে; ‘ইসলামিক অর্থনীতি পণ্য’, ‘ইসলামিক বিনিয়োগ ব্যবস্থাপনা’, ‘ইসলামিক বীমা পণ্য’, ‘হালাল ক্রিপ্টোকারেন্সি ম্যানেজমেন্ট’।

২০১৯ সালের শেষ বইটি প্রকাশ পেয়েছে যুক্তরাজ্য-মার্কিন

Professor Dr Mohd Ma’Sum Billah

যুক্তরাষ্ট্রের প্রকাশক এডওয়ার্ড এলগার। বইটির নাম ‘ইসলামিক বীমা এনসাইক্লোপিডিয়া’।

এছাড়াও নিন্মের আরও দুটি বই চলতি বছরে প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে;

১) ওয়াকফ নেতৃত্বে ইসলামী সামাজিক ফিনান্স; (আধুনিক অ্যাপ্লিকেশনগুলির উদ্ভাবনী সমাধান) প্রকাশক: রাউটলেজ পাবলিশিং গ্রুপ, যুক্তরাজ্য।

২) ইসলামিক ফিনটেক (উপলব্ধি এবং শিল্প সমাধান) প্রকাশক: পালগ্রাভ ম্যাকমিলান ও স্প্রিংগার, সুইজারল্যান্ড।

এই বইগুলিতে পণ্য ও পরিষেবাদী, প্রক্রিয়া ও প্রযুক্তি, নীতি ও নির্দেশিকা, তথ্য ও ইসলামী ফিন্যান্স, বিনিয়োগ, বীমা, তাকফুল এবং ডিজিটাল মুদ্রা সংস্কারের সমাধান প্রয়োগ করা হয়েছে, যা বিশ্বব্যাপী একাডেমিক, গবেষক, নীতিনির্ধারকগণদ্বারা নেতৃত্বের রেফারেন্স হিসাবে প্রশংসিত এবং ব্যবহৃত হয়।

এছাড়াও প্রকাশিত বইগুলো ব্যাংকার, আর্থিক শিল্প, পেশাদার, সরকার, এনজিও, শিক্ষার্থী এবং জনসাধারণের সয়াহক ভুমিকা পালন করবে।

অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের সিনিয়র অধ্যাপক ও সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত এসিআইজি’র নিরীক্ষক কমিটির একমাত্র বিদেশি সদস্য।

তিনি টেকসই উন্নয়নের লক্ষে এসডিজি জাতিসংঘের ইউএনের একজন কৌশলগত পরামর্শদাতা। বিশ্বের বিভিন্ন স্থানে গবেষণাকর্মের সমন্বয়ক ও রিসোর্সপারসন হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ইসলামী ফিনান্স, বীমা, মূলধন বাজার, বিনিয়োগ এবং ফাইনটেকের অগ্রযাত্রার দিকে কৌশলগত ও প্রযুক্তিগত সমাধানের প্রবর্তন এবং বিকাশ নিয়ে অনেক বছর ধরে একাডেমিক, আর্থিক ও কর্পোরেট শিল্পকে সেবা এবং অবদান দিয়ে আসছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ইসলামিক ফিনান্স, বীমা, মূলধন বাজার, বিনিয়োগ এবং ফাইনটেকের বিশেষায়িত ক্ষেত্রগুলিতে বিশ্বজুড়ে বিভিন্ন জার্নালে এবং সোশ্যাল মিডিয়ায় ২’শ টিরও বেশি গবেষণা প্রবন্ধের পাশাপাশি ৩১টি বই এবং অধ্যায়গুলি বইয়ে প্রকাশিত হয়েছে।

তিনি ইসলামী ফিনান্স, বীমা, মূলধন বাজার, ফাইনটেক এবং বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৩’শ টিরও বেশি শীর্ষ সম্মেলন, সম্মেলন, সেমিনার, এক্সিকিউটিভ ওয়ার্কশপ এবং শিল্প পেশাদার অগ্রগতিতে উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি বোর্ড সদস্য, উপদেষ্টা, কৌশলগত কর্ম পরিকল্পনাকারী, সিদ্ধান্ত গ্রহণকারী সদস্য হিসাবে তার ক্ষমতাধর বিভিন্ন দেশের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক কর্পোরেট সংস্থা, সরকার এবং এনজিও সহ কর্পোরেট, একাডেমিক এবং আর্থিক শিল্পের সাথে যুক্ত ছিলেন।

তার আগ্রহ এবং অবদানের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে, ইসলামী ফিনান্স, বীমা, ফাইনটেক, বিনিয়োগ, মূলধন বাজার (সুকুক), সামাজিক অর্থ, এসডিজি, পেট্রোলিয়াম ফিনান্স, বাণিজ্য এবং ক্রিপ্টোকারেন্সি মডেল, আর্থিক কৌশলগত কর্ম পরিকল্পনা, মান, কাঠামো এবং প্রযুক্তিগত জ্ঞান।

অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ একজন বাংলাদেশী বংশোদ্ভূত তবে জাতীয়তা মালয়েশিয়ান। তিনি বাগেরহাটের শরণখোলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাঁর প্রিয় পিতা-মাতা আল্লামা নূর মুহাম্মাদ (রহঃ) ও উস্তাযাহ আক্তারুন নিসা (রহঃ) এর কনিষ্ঠ পুত্র। তিনি বাগেরহাটের রায়েন্দার শরণখোলা ভিত্তিক ডাঃ মাসুম বিল্লাহ ডিএন টেকনিক্যাল কলেজ এবং অন্যান্য দাতব্য ও মানবিক অবদানের প্রতিষ্ঠাতা।

অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ডাঃ খামসিয়া নওয়াভীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের চার সন্তানের মধ্যে বড়জন ডাঃ আহমদ মুইজ বিল্লাহ, ছোট দুইজন ক্যাডেটে অধ্যায়নরত এবং কনিষ্ঠ সন্তান মালয়েশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ও লেবেলে অধ্যায়নরত রয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...