বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ

পিবিএ: টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত করবেন বাংলাদেশি মাওলানা জোবায়ের।

শনিবার (১১ জানুয়ারি) ইজতেমার দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে ইবাদত বন্দিগী, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তসবি তাহলিল আর তাবলিগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান। সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।

এদিকে আজ রোববার আখেরি মোনাজাত উপলক্ষে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণসহ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী মো. মাহফুজ জানান, বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশি সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচন্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।

ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী মো. মেজবাহ উদ্দিন জানান, সব ঠিকঠাক থাকলে আজ রোববার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) থোয়াই অং প্রু মারমা জানান, আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত রোববার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...

preload imagepreload image